মেঘের ছায়ার মত কিছু ছায়ামেঘ, আজও জমে আছে মনে।
কিভাবে আলোরা দিয়ে যাবে আলো, তাই ভাবে সারাক্ষণে।
আলোর রাজ্যে দেখি বড় বেশী দাম, আলোরই আজকাল,
তাই ছায়ার রাজ্যে আলো দিতে তারা আজ বড় নাজেহাল।


উজির, নাজির শানাতে বুদ্ধি যুক্তি তর্কে সদাই মহলে ব্যস্ত,
বইবে কবে আলোর খবর, ভাবনাতে সদা ডাকহরকরা ত্রস্ত।
সারা জীবন সুখ দুঃখ ভীষণ ওজন, ঝুলি বয়ে তারা ক্লান্ত;
বইবে কবে ওজন বিহীন আলোর খবর, সে দিকে দৃষ্টি ভ্রান্ত।


আজন্মকাল আলোর মহলই গুনে যায় তবু হিসাবের চক্র,
আর অভাবের বোধে ছায়ার পানেই শুধু দৃষ্টিটা হানে বক্র।
তাই অপেক্ষাতেই ভুলে গেছে মন, সাদা কালোর সে আবর্ত;
শুধু হিসাব খাতাই লেখে ইতিহাসে, আলো ছায়ার এই শর্ত।