তবুও, সুখের মুখোশে আমি তারা দেখে যাই।
মিথ্যে অন্ধ খাঁচায় প্রজাপতিগুলো দোল খায়;
আর ক্রোধ, বেদনা, ঘৃণায় ক্ষয়ে যাওয়া হৃদয়ে
অসহ্য যন্ত্রণা ব্যর্থতার শৃঙ্খলে উন্মাদ, হতাশায়!


নিজের ইচ্ছে মত আঁটকে গিয়ে পথভ্রষ্ট তারা
অন্ত্যমিলে মস্তিষ্কে ধরে রাখে শারীরিক ক্ষয়...
ডুবে যায় ভাঙা স্বপ্নের উপর হতাশ অন্ধকারে,
তবুও, পাগল এখনও সুখে তারা দেখে যায়!