দরজার পেছনেই জীবন আছে।


কিন্তু ভাবো,  
বাইরে না ভেতরে...
এপারে না ওপারে...
বন্ধ নাকি খোলা...
ওখানে কে আমার অপেক্ষায়...
এখানে আমিই বা কার...
এক পা পেছনে,
আর এক পা সামনে...
আমি এখনও খুঁজে বেড়াচ্ছি...
কিন্তু সত্য আবদ্ধ নয়, না-ই বা মুক্ত...


বিভাজিকার দুই দিকে  
বিস্তর ব্যাবধানের মাঝে আমি..  
সময়ের শূন্যতায় অনুপস্থিত তুমিও,  
আমরা সমস্ত দিন শুষে নিয়ে এগিয়ে চলছি...
জ্বলতে থাকা কালো রঙের তারা ছুঁতে অন্ধকারে।  


ছাদের ওপর
বসেছিলাম চাঁদের ছায়ায় ,  
গানের কিছু কথা মাথায় নিয়ে ...
তখনই এখানে ঠাণ্ডা বাতাস এলো,  
ছুঁয়ে দিয়ে গেলো ক্ষয়ে যাওয়া সেই আলো।  


অন্য কোথাও আজকে বৃষ্টি হয়েছে ঠিকই...