সূর্য কখনও ডোবে না...  
এই কথাটা যেমন সত্য,
তেমনই আঁধারও হয়,
এও বুঝি এক তথ্য।
বুঝিনি যা তা হোল শুধু
মুখ ঘুড়িয়ে থাকে সূর্য!
আলোতে খোলা হাত,
আর মুঠোয় ভরে আঁধার,
ছায়ার পিছনে হঠাৎ
জীবন চলছে জেরবার...
ছায়ার মাঝে থেকে
কেবল মারছে উঁকিঝুঁকি,
আলোর বায়নাগুলো
চুপিসারে ইতিউতি।
ধরতে বায়না হাত বাড়ানো...
পায় খুঁজে কারসাজি;
অন্ধকারে মুখ লোকানো
আলোর ছায়াবাজি!