তুমি ভালোবাসো হেঁটে যেতে...  
ঢেউ ছোঁয়া পায়ে সাগরের পার ধরে।
খোলা আঙুলে, কিংবা আঙুলে আঙুল জড়িয়ে,
একা রাতের আকাশে
জ্বলতে থাকা মিট্‌ মিট্‌ করে
স্বপ্নের অগণিত রঙিন ফসফরাসের দিকে চেয়ে।


আমি ভালোবাসি
তোমার ফিরে তাকানো আলগোছে,
মুখ লুকানো পায়ের চিহ্ন খুঁজে পেতে বালির চাদরে...
সোহাগী হাওয়ার আদরে  
উড়ন্ত চুলের ফাঁকে উদাসী দু'চোখে,
না পাওয়াদের ভিড়ে হারানো একলা খুঁজে বেড়ানো
কারোর অপেক্ষা।


সেই অস্থিররতায়
ঢেউগুলো হয়ে ওঠে চঞ্চল;
না মেনে তোমার চোখের অনুশাসন
বারবার ছুঁতে চায় তোমায়, তোমার শাড়ির আঁচল,  
তোমার সাদা কালো ছবিতে
রঙিন ফসফরাসের ছাঁটে রঙ দিতে চায়...  
নীলাভ সবুজে রাঙ্গিয়ে দিতে চায় তোমার মুখ,  
পা বেয়ে সে রঙ ছুঁতে চায় নিষিদ্ধ ভঙ্গিমায় তোমার চিবুক।


কিন্তু আমি শুধু ভালোবাসি
তোমার সাদা কালো হেঁটে চলে যাওয়া,  
চেয়ে থাকা সেদিকে যেদিকে উড়ে যায় শাড়ির আঁচল...  
মুছে যাওয়া পায়ের চিহ্ন খোঁজো তুমি নির্জনে রঙের প্রতীক্ষায়!
লালপেড়ে বালুচরি রঙও
উড়ে যাক সেই পথে, হাওয়ার সাথে
ফসফরাসের রঙে মিশে যাক চপল সাগরের দূর বুকে...  
গহীন সাগর মাতুক তোমার রঙের মত্ততায়, শুধু স্থৈর্য ধৈর্য্যের
মোনোটোনে তুমি স্থির হও।


আর চাঁদ ডুবে যাওয়া
সীমাহীন অন্ধকার পৃথিবীর
সীমাহীন সে অশান্ত জলার ধারে...  
তৈরি হোক নতুন এক রঙ;
সেপিয়া টোনে আমার তুলির টানে...
তোমার সাদা কালোয় আমাকে মেশাতে দিও শুধু।


দেখো তখন, তোমার খুঁজে বেড়ানো সেই হারানো পায়ের ছাপে
অস্থির জলরাশি রেখেছে আমায়, তোমার আঙুল ছুঁয়ে দিতে।