কবিতা,


আর কেঁদো না
চিতাকাঠের গনগনে আঁচের ধারে দাঁড়িয়ে ...
এখানে আর আমি নেই।
আমার আর ঘুম আসার নেই।
আর না ঘুমিয়ে তাই
হাজার ঝোড়ো বাতাসের মতন ...
পাহাড় ঢাকা বরফ কুচিতে হীরের মতন ...
মৃদুমন্দ শরতের বৃষ্টির মতন ...
বইছি আমি,
জ্বলছি আমি,
ঝরছি আমি ...


চিতাকাঠের গনগনে আঁচের ধারে দাঁড়িয়ে
আর কেঁদো না ...
এখানে আর আমি নেই।
আমাকে ছুঁতে পারেনি সে আগুন ...
বরং শঙ্খধ্বনি দাও;
তোমার জঠরে ক্ষুধার মাঝে  
সূর্যস্নাত শস্য হয়ে বাঁচছি আমি।
আমি মরিনি!


ইতি,
না গিয়েও যে চলে গেছে