আজ সৃষ্টি সুখের উল্লাসে -
আমি হাসি মোর বাপ হাসে মোর রুগ্ন মায়ের খাট পাশে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।


জানো মোদের কম কেরোসিন লন্ঠনে -
ভাতের ফ্যানেই পেট ভরে যায় রেশন - কাকার বণ্টনে।
ভুলে খিদে, ভুলে সাধন
বাঁচতে গিয়ে ভুলে ভাবন,  
"মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুখের সুখ আসে"।
ঐ হাসিই মোদের দুখ নাশে -
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।


স্বপ্ন উদাস, চাকরি সুবাস
চোখের তারা হাড়-কালি-মাস,
নিন্দে যেচে' রক্ত বেচে ঘামেরই বাস,
পাঁজর ছিঁড়ে পড়ল খসে, মহাজনের সুদ আশে!
ঐ ধারের বোঝা সামলাতে
চাই জীবনটাকে উল্টাতে,


আজ তাই দেখি আর চক্ষ্যে আমার হাজার রকম ভুল ভাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজ ভিড়ের মাঝে কার মনেতে
কত রকম ফুল আছে
ছিনিয়ে নিয়ে সে বাস দেব
মায়ের ভাঙা-নিঃশ্বাসে
তাইতে যদি বাপ হাসে;


আজ হাতে বেড়ি চোখে আমার কালো কালো ছোপ ভাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজ জিভে লালার সুড়সুড়ি,  
তায় রক্ত মেশায় শর্বরী,
মহাজনের চোখের আগুন, শক্ত সেগুণ
বেঞ্চে বসা ফরিয়াদির উল্লাসে!
আমার কথা বলবো কাদের কিবা তাদের আসবে-যাবে সেই আশে
ঐ আমার কথাই শুনি আমি
আঁধারে দুই মুখ ভাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!


আজ খড়ের চালে টাপুর টুপুর
খিদে সদাই বাজায় নূপুর
পেটেই হাওয়া ভরবো যদি মনের মতন
ফুসফুসে তবে কি আসে!
ঐ আসবে সুদিন বলেন তিনি
প্রাণ বাঁচে সেই আশ্বাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!


আজ আমার বিচার করছো যারা
খিদে তাদের এমন ধারা?
মায়ের মুখে দিতে হবে বাপের মাথা
সন্তান তাও ভিখ মাগে!
মোর বুকের হাঁপর স্তব্ধ হবে পেটের জালার মন্তাজে।  


আমি হাসি মোর বাপ হাসে মোর রুগ্ন মায়ের খাট পাশে।
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!
আজ সৃষ্টি-সুখের উল্লাসে!!