থরে থরে সাজানো কিছু ফ্যাকাসে সাদা কাঠি,
মুখেতে বারুদ ভরে নিয়ে খোলা ময়দানে আজ
হাওয়ার মাঝে দাঁড়িয়ে, একশো বার জ্বলে উঠে
নিভেছে একশো বার।
বেঁকে গেছে সারা শরীর আগুনের তাপে পুড়ে,
আর হলদেটে মাখা এতটুকু পোড়াটে অবসাদ
জীবনের শেষ ডালে সাজে নিপাতের সাজ...  
হিসাব খাতায় তার
দুশো বার যাতায়াত, জেনো দীপশলাকা নাম।
জ্বলেছে একা সকলের সাথে, একা সবার মাঝে
নীলচে ধোঁয়ার দোলায়, বিচরণে তার স্বপ্ন রাজ্য
দুশোবার ছারখার।