আমি মানি না নদীর কথা,
আর শুনি না নদীর ঢেউয়ের কথা,
তারা সাগরের মত বড় বেশী কথা বলে...
বলে নদী নাকি তার নিঃশ্বাস ছেড়ে দিয়ে, ভাঁটায় সাগর তৈরি করে।


আমি সেদিনই শুনেছি সাগরের কথা,
আকাশ কিনারে বিকেল শেষে, সকল ঢেউয়ের মর্মকথা;
"আমাকে জীবন দিতে সে নদী যদি পাহাড় থেকে আসে চলে,
তবে জোয়ারে সে যে শ্বাস নেয় জেনো তা আমার ভালোবাসারই তরে"।


মহা ফাপরে পড়েছি আমি।
বুঝি না কে যে দামি...
আর চাই না সাগর নদীর পানে আমি;
এখন শুধুই আকাশ দেখি,
আর শুধুই পাখি দেখি,
জানি শূন্যে ওড়া পাখিরা নয় মেকি।