আমি শরীর ধারণে ভয় পাই, ভয় পাই আত্মার মালিকানায়,
এ গভীর সম্পত্তির লাগাম ধরা শুধু নিকৃষ্ট দখলদারি নয়;
ভোগের বন্ধন থেকে প্রতারিত হতে হবে জানি একদিন,  
কোনও পরিপূর্ণতা যা বৃদ্ধি করে না, সে সবই আকারহীন।
বিস্তৃত ইচ্ছারাও অসন্তুষ্ট যৌথ সঙ্কটে গেয়ে যায় গান...
মৃত অপবিত্র করে, জীবিতদের দুষিত করে সে তান,  
মালিকানা হারাতে দেবে না আমায় শরীরের ভার, আত্মার ভর;
বিশাল প্রজাপত্তনে সংসারী আমি, নিজভূমে চাই না হতে পর।