আমি আকাশ আর সাগরের অধিকর্তা।  
ক্রমে ক্রমে আমি তাদের ঈশ্বর হয়ে গেলাম...
আমি রাতের তারা বানালাম;
যারা পাপের আঁধারে বাঁচে
তাদের বাঁচাবো বলে,
তারার আলোতে তাদের আঁধার ঘোচাবো বলে,
কিন্তু তাদের কাছে এ আলো কে নিয়ে যাবে!
কাকে পাঠাবো আমি?


এই তো আমিই ঈশ্বর...
আমি নিজেকে রাত্রে বলতে শুনেছি
তুমি পথ দেখালে আমি যেতে পারি হে ঈশ্বর,
তোমার লোকেদের আমি বুকে করে রেখে দেবো।


বরফ ও বৃষ্টি আমার সৃষ্টি ।
আমার লোকেদের আমি যন্ত্রণা দিয়েছি...
যতবার তাদের ভালবাসার জন্যে কেঁদেছি আমি,
তারা সরে গেছে দূরে...
তাদের একা ভালোবাসার হৃদয় চাই।
তাদের সাথে আমি আমার কথা বলবো,
কিন্তু তাদের কাছে এ কথা কে নিয়ে যাবে!
কাকে পাঠাবো আমি?


এই তো আমিই ঈশ্বর...
আমি নিজেকে রাত্রে বলতে শুনেছি
তুমি পথ দেখালে আমি যেতে পারি হে ঈশ্বর,
তোমার লোকেদের আমি বুকে করে রেখে দেবো।


আমি হাওয়া আর আগুনের পালনকর্তা।
তোমার গরীব আর পঙ্গু লোকেদের যত্ন করবো আমি...  
নিজের হাতে তাদের নিমন্ত্রণ করে খাওয়াবো আমি
সর্বোত্তম ও সর্বোৎকৃষ্ট খাবার অন্তর তৃপ্ত করে,
আমি তাদের জীবন দেবো,
কিন্তু তাদের কাছে এ জীবন কে নিয়ে যাবে!
কাকে পাঠাবো আমি?


এই তো আমিই ঈশ্বর...
আমি নিজেকে রাত্রে বলতে শুনেছি
তুমি পথ দেখালে আমি যেতে পারি হে ঈশ্বর,
তোমার লোকেদের আমি বুকে করে রেখে দেবো।