ক্রান্তীয় করিডরে মেঘ বয়ে যায়,  
আর শুধু শস্যাগার জ্বলতে থাকে।
নিরক্ষীয় সাগরের নোনা জলে
গ্লানির শ্রান্তিতে শায়িত অতীত
বুনে চলে তরঙ্গের পর তরঙ্গ,
হারিয়ে যাওয়া উপনিবেশ
যেন এক একটি বিরতি...
এক একটি তরঙ্গে যেন
নতুন বিশ্বের প্রতিশ্রুতি।


এখন কে আসবে? এখানে কে আসবে?
এই মোড় পেরোনো হতাশার উপকণ্ঠে,
নিঃশব্দে আবদ্ধ একটি যুবতী
আর ভৌতিক গল্পেরা একসাথে
গথিক যুগের রোম্যান্স সংবাদ বেচে চলে...  
একটা পোড়া গাছের পাখিদের বাসায়,
এখন শুধু পারমাণবিক সামাজিক বিশ্বে
অ্যানোমিক মূকাভিনেতারা
পাখিদের শিসের ডাকে হত্যা করে,
একটি... দুটি...


এটা একটা নিরন্তর ক্রান্তিকাল...
ইতিহাস হেঁটে যায়, ইতিহাসের পথ ধরেই অবিরত।
কি লাভ সেই মেয়েটার,
বা সেই অ্যানোমিক মূকাভিনেতার?