তুমি কাঙ্খিত
ভুরুর বাঁকে,
ভ্রুকুটির পরিহাসে,
চোখের গভীরতায়,
ঠোঁটের পেলবতায়...


তুমি কাঙ্খিত
স্নেহের বাসে,
দয়ার ছায়ায়,
গুণের কায়ায়,
লাস্য মাঝে...


তুমি কাঙ্খিত নারী...
লীলাময়ী,
শয্যায়
তুমি কাঙ্খিত নারী...  
বাহুডোরে,
আশ্বাসে,  


তবুও এ কোনটাই তোমার কাঙ্খা নয়...
তুমি সৃষ্টিতে অজর, অক্ষয়,
তুমি বাঙময়,
তুমি বঞ্চিত নারী
গীতধ্বনি সুরে...
তুমি বঞ্চিত নারী
নিজ অধিকারে...


শতকের পিছে শতক পেরিয়ে,
কাঙ্ক্ষিত তবু কাঙ্ক্ষাহীন...
আজও তুমি শুধু সংখ্যায়...
একবিংশতি নারী।