রাত পোহালে ব্যাথার শহরে
আদুরে সুরঙ্গনা ঘুমিয়ো না আর...
অমন করে চরাচরে প্রান্তরে!


তোমাকে ছুঁয়ে দিয়ে অভিমানে
হঠাৎ কোনও সন্ধ্যেয়
দলবদ্ধ শব্দরাশি আবার জন্ম নিয়ে ফিরে এলে,
সে সৎকারে তুমি
থাকবে কি জেগে হয়ে বিনোদিনী রাই?


সাগরের নীল ছেড়ে যে গাংচিল উড়ে যায়
ঘাসফুলের গন্ধে,
কোনও বালুচরে
সে কি খুঁজে বেড়ায় তোমার উষ্ণতা...
বেখেয়ালি প্রিয়তমা, রাখো কি সে খবর!


কাজল পড়া রাতের মায়ায়
তোমাকে ছুঁয়ে দিয়ে,
যদি স্বপ্ন আঁকে সাগর নীল...
ডাঙ্গা চাওয়া গাংচিলের বুকেই না
হয় মাথা রেখো,
ঘুমিও না হয় চরাচরে প্রান্তরে,
রাত পোহালে ব্যাথার শহরে
তখন অমন করে ...  


সুরঙ্গনা,
একটু দাঁড়াও, ক্লান্ত হচ্ছে ডানা।