সব কিছু আগের মতই আছে, যেমন ছিলো।
আমি আমিই আছি, তুমিও তুমিই আছো,
যা কিছু তোমার আমার সবই আছে একইরকম...
অপরিবর্তিত একইরকম সবকিছুর বিনিময়ে আজ আমার ঘরই পরিবর্তিত!
একই প্রশ্বাসে পরিচিত নামেই ডেকে চলেছে সবাই,
নিঃশ্বাসে ফেলে আসা দুঃখের জড়তাহীন মিনারে...
যেমন করে হাসতাম, তেমন করেই হাসছে সবাই;  
হাসো, খেলো... আমার কথা ভেবো;
শুধু কোনও অশরীরী ছায়া জমে না যেন দেখো।


আমার অর্থ এখনও তোমারই হৃদয়ের ওঠাপড়ায়...    
ভুল করে দূরে বলে ভুলে যেও না চলে;
আমি শুধু অপেক্ষাতে ছোট্ট বিরতি পারে,  
খুবই কাছে তোমারই কোনও সন্তর্পণ কোণে...


হারানোর দুঃখ নেই বলে সব ঠিকই আছে আমার,
আমার আছে শুধু একটা মুহূর্ত ধরার...
আবার সব কিছু আগের মতই হবে, যেমন ছিলো।
ভেবো না... মৃত্যুটা কিছু নয়;
ধরা ছাড়ার ছুঁয়ে দেওয়া লুকোচুরির খেলায়
দেখো শুধু গৃহস্থালির কাজ সেরে উঠে
তোমার ঘর ছেড়ে শুধু আমার পাশের ঘরে আসা...
ঘেরাটোপের বাইরে দৃষ্টির সংক্ষিপ্ত মুহূর্তে
এ শুধু এক  অটুট নিরঙ্কুশ ধারাবাহিকতা।