রাত জাগছে একলা পার্ক স্ট্রীট,
মোহর কুঞ্জে ফুটেছে হাসনুহানা।
এসপ্ল্যানেডের মোড়ে চাঁদের আলোয়,
দ্রুত গতিতে হেঁটে চলে কার ছায়া!
ধুলোরা ঘুমোয় ট্রাম লাইনের খাঁজে,  
গ্র্যান্ডের নীচে দিনের বিষণ্ণতা
ঘুপচি আঁধারে তন্দ্রা নেশায় দোলে,  
গড়ের ঘাসে বয় গঙ্গার হাওয়া...
হাঁটছে সে যে একমনে ঘাড় নিচু,
নিজের ছায়ার নিজেই নিয়েছে পিছু,  
কুরুশ বোনা জুতোর শব্দ শুনে
ভিক্টোরিয়ার পরীও উঠছে জেগে।
ছায়ার শহরে সে এক পথিকৃৎ...
রাত জাগছে একলা পার্ক স্ট্রীট!


হরিণ বাগানে রাত নেমেছে আজ
এখনও এলিজা সখের নেশায় মাৎ;
রোজ এলমার একলা গোরস্থানে
কার জন্যে রয়েছে আজও শুয়ে...
অ্যাপলিনেয়ার গোলাপী আগুনে চূর,
ট্রিঙ্কাস থেকে অস্ত গানের সুরে!  
এসব কিছু ফেলে রেখে এক পাশে
ছায়ার শহরে হাঁটছে ঊর্ধ্বশ্বাসে,
পরনে তার মহামূল্য সাজ,
হরিণ বাগানে রাত নেমেছে আজ!  


যাচ্ছে দেখা জ্যোৎস্নায় তার মুখ...
চোখের আগুনে জ্বলন্ত সে সুখ,  
চায় না ছুঁতে এতকিছু বৈভব;
ঘ্রাণে চায় সে হত্যাকারীর শব!  
কৃপাণধারীর গলায় রশির দাগ
জমাট সে রঙ ছড়ায় খুশীর ফাগ;
স্মিত প্রশান্ত সিরাজ এখনও আসে...
পূর্ণচাঁদে এ শহর যখন ভাসে।
প্রতিহিংসার করতে অবসান
এই বাঙলার গর্বের টাইটান!
ভিক্টোরিয়ার জলার ধারে পরী
ঘুমের সুরে ভোলায় তার দুখ...
যাচ্ছে দেখা জ্যোৎস্নায় তার মুখ।


ঘুমের ঘোরে সিরাজ বলে চলে...
রাত জাগা সেই একলা পার্ক স্ট্রীটে
গল্প যদি আমায় নিয়ে লেখো,
কবরখানায় পাথর ফলক খুঁজে
হাস্নুহানার গন্ধ দিয়ো গুঁজে,
খোদাই করে লিখো ভালোবাসা
গোলাপ ফুলে... ইতি কোলকাতা!