দুলছো দোলো
কোনও ক্ষতি নাই
শ্যামরাই,  
এ পৃথিবীর
আর গতি নাই...  
দুঃখ ভোলো।


বাজাও বাঁশী
মুরলিমোহন,  
জ্বালাও দহন...  
রাঙিয়ে দিয়ে
এত আয়োজন,
জীবননাশী।


ছোট শিশু সব
আদরে মত্ত,  
না বুঝে সত্য
বেড়ায় খেলে
হারায় সত্ত্ব...  
বৃথা কলরব।


যদি পারো জ্বালো
অচল ঘরে,
সাধন তরে
সুখের আলো;  
তোমার বরে
দুঃখ নাশো।


দুঃখ ভোলো
আর গতি নাই
এ পৃথিবীর...  
শ্যামরাই,  
কোনও ক্ষতি নাই
দুলছো দোলো।