আর ফিরে আসবো না...  
থাকুক পড়ে একা
এই পথের বাঁক,
বাঁকের কোলে ছোট্ট কৃষ্ণচূড়া;
অলস দুপুরের ফুটপাথ
সাড়ি বাঁধা দোকানঘরের ছায়ায়;
না পেড়োতে পাড়ার বিষণ্ণতা
রেলিং ঘেরা মাঝরাস্তায়,
ঘুরে মরুক একা।  
আর ফিরে আসবো না...


জেনো ঘুরে তাকাবোও না।
কোনও পিছু ডাক
যতই ডেকে যাক,
থাকুক পড়ে ফাঁকা
ঝিলের ধারে করবীর গুঁড়িতে
শান বাঁধানো ঘাট;
কালো চোখের কোলে
একলা হলুদ বসন্ত ডেকে যাক,
জেনো ঘুরে তাকাবোও না।


তবে, তুমি একবার ডাকো যদি...  
আবার আসতে পারি ছুটে
কৃষ্ণচূড়ার বাঁকে,
অলস ফুটপাথে
ঊর্ধ্বশ্বাসে রেলিংঘেরা রাস্তা পেড়িয়ে
নির্জন দুপুরে,
করবীর গুঁড়িতে হেলান দিতে...
হলুদ বসন্তকে গাছের ডালে
একবার বলতে পারি,
তাকাও কালো চোখে
ঝিলের জলে আবার।
তবে, তুমি একবার ডাকো যদি...