কখনোও পারদ ধরেছো হাতে?
মুঠোয় রাখার অঙ্গীকারের প্রতারণায়
শ্বাস নেয় ঝরে যেতে যেতে;  
আর সেই দমকা হাওয়ায়
পাললিক শিলার মত,  
ক্ষতর ওপর ক্ষত...
জমতে থাকে একাকী অবক্ষয়!
রূপালী বাষ্পগুলো দূর থেকে চকচকে...  
মরীচিকার দৃষ্টিভ্রম হাসির মতন,
উথলানো সাগরের ঢেউও ঝরে যায়...  
অবিরাম শয্যায় মোতির যতন!
ঘুরে যাও তোমরা শুধু সে উপত্যকা
অঝোর যেখানে বৃষ্টি বারোমাস;
চুপকথা রহেস্যে লুকানো সেথায়,  
ঝরনা ঢেকে দেওয়া করোটি গুহায়...  
জড়িয়ে রাখে দুয়ার বুকেতে যার
পরাঙ্মুখ সবুজ নালিঘাস!
ছুঁয়ে দেখো জলমেঘ
ধূলিকণা বুদবুদ,
ধরা না দিলেও হাতে...
পাবে পারদের উত্তাপ!