ধরো...
শুধু ধরতেই বলছি...


ধরো আমি মরে গেছি,
তখন কি হবে!
আমি হাওয়ার সাথে ভাসতে পারি...
আমি আগুনের সাথে পুড়তে পারি...
আমি জলের সাথে বইতে পারি...
আবার, মাটির সাথেও মিশতে পারি...


তাহলে, তখন কি হবে!
হাওয়ার খিদে মিটতে পারে...
আগুনের খিদে মিটতে পারে...
জলের খিদে মিটতে পারে...
আবার, মাটির খিদেও মিটতে পারে।


কিন্তু ধরো,
যদি আমি বেঁচে থাকি...  
তখন কি হবে!


আমি হাওয়া ভাসাতে পারি...
আমি আগুন পোড়াতে পারি...
আমি জল বওয়াতে পারি...
আবার, আমি মাটিও বুনতে পারি...


তাহলে তখন কি হবে!
আমি হাওয়ার খিদে বুক ভরে নিতে পারি...
আমি আগুনে ঝলসে খিদে রাঁধতে পারি...
আমি জলের খিদে প্রাণ ভরে নিতে পারি...
আবার, আমি আমার খিদের মাটিও ভালো বুনতে পারি।


এই কাটাকুটি ছকের
দুদিকে বসে তুমি দেখছো
খেলোয়াড়হীন খেলার সে সব দান...
একদিকে কাটা দাগ,
আরেক দিকে গোল;
আর এতেই হট্টগোল...


আর ৮ টা ঘরে আঁকিবুঁকি কাটা
হার জিতের হিসেব খুঁজে
১ টা খালি ঘরে...
তোমার শুধুই বসে থাকা।