ঘুমের মতন চোখ বুঁজে আজ আসে
আর টলে উঠে চেতনা ছলকে যায়,  
তখন, বিভাজনের দাগ পেড়িয়ে হায়
অন্য পাড়ে ভাবনাগুলো ভাসে।  


তোমার কথা আমার কথার সাথে
মিলে যদি অন্য কথা বলে,  
তবে অন্য কথাও তোমার কথাই বলে,  
বীজগণিতের সমাধানের খাতে।  


ঘোরতর এমন মিলের পরও
দৃষ্টি চোখের মেলে না তো চোখে,  
বুকের ছোঁয়াও তেমন জড়সড়,
কিসের যেন তীব্র গন্ধ শোঁকে।


সময় কখন হেঁটে যাওয়ার পথে
ছিঁড়ে গেছে কাঁটার আঘাত লেগে,  
এখন শুধু তাকিয়ে থাকে জেগে,  
জুড়বে কবে কে জানে কোন মতে।


টানা দাগের এপারেতে বসে
ওপাড়ে তার যেটুক গেছে খসে,  
ভাবে, পারবে কবে সময় তাকে ছুঁতে
সেই দাগটা মুছে মাটির কোলে শুতে।