তোমার লেখা চিঠিগুলো এখনও সাঁতরে বেড়ায় অতলান্তের গভীরে প্রশান্তিন্তে।
বৃষ্টির ভোরে, তুষারের ভোরে, পাখিডাকা ভোরে অন্ধের মত তুমি খুঁজে মরো শুধু
কটা খাম শিরোনামহীন, নাম লেখা আরও কটা খাম, অর্ধশতক আগের বই...  
বছর তিরিশ আগের বাচ্ছা পাইনের ডালে যা আছে আজও নীরব নির্বাসনে লীন;
তুষারাবৃত সেও আজ তোমার সাথে পঞ্চাশ ছুঁই ছুঁই...  তোমার আয়ুর মতই সে
দৈর্ঘ্যে উচ্চাকাঙ্ক্ষী... আজও গান লিখে যায় তার অপরাজিত পথের পাঁচালীর।
তার পাতা খসে যাওয়া কবিতাগুলো বুকেতে আঁকড়ে ধরে তুমি শুধু গেয়ে যাও  
অপেরার সুরে, গ্রহ থেকে গ্রহাণুপুঞ্জে, মনের গহীন দূরে ফেলে আসা স্মৃতিদের ঘিরে।
জানি আজও ফুটছে কোথাও স্বপ্নের দেশে তোমার সোনালি ফুল, সবুজ পাহাড়েতে...  
যার গন্ধ তুমি পাবে একদিন ঠিকই দেখা হলে আবার, সেদিন আসবে বসন্ত পৃথিবীতে;
জেনো তেমনই একটা গান আছে কোথাও বাক্সবন্দী, শুকনো পুড়নো বকুলমালা ঘিরে।


তোমার দেশে বকুল ফোটে না জানি, হিজল ফুল বা শিরীষ গাছ... তাও না,
তবুওতো বরফজমা কনিফেরাসের ফুলে দুলে ওঠে হৃদয় কখনো...
যেমন করে খেলে বুকের আগুনে হাডসন বে'র জলের দোলায় এক খণ্ড আকাশ
মনের আস্তাকুরে; জানি হে প্রিয় কবি সে অন্ধকূপে হাতে লেখা তোমার কবিতারা
প্রগাঢ় অভিমানে কাটা রেকর্ডের মত গেয়ে চলে একাকী, অজান্তে, নিভৃতে,
যদি গেলে তো গেলেই, ফিরে আসা কেন তবু বারে বারে... কেন তবু বারে বারে...



************************************************
আসরের সম্মানিত প্রিয় কবি "শাহনূর" এর প্রতি সম্মানার্থে এই কবিতা, তাঁর কবিতা পরিপ্রেক্ষিতে তাঁর কিছু মন্তব্যের ওপরে ভিত্তি করে তাঁকে ছুঁতে চাওয়া...
তাই তাঁকেই উৎসর্গ করলাম।