বেড়িয়েই দেখি অসহ্য কালো ধোঁয়া।  
জ্বালা চোখে জলের ঝাপটা মেখে
সামনের পথে দেখি, রাস্তাগুলো এখনও ভাঙ্গাচোরা!
বহুদিন পর ভেবেছিলাম নতুন হয়েছে সব;
সাতটা দশক ঘুরে ভেবেছি, অনেক পথের ধারে  
দেখবো সবুজ মাঠে শুধু সোহাগি গোলাপ চারা...  
দেখি গোলাপ আছে ঠিকই, তবে ধোঁয়ায় কালো করা!


খেটে খাওয়া সব মানুষের হাতে হাতে
এখন বুঝি কালো গোলাপও ফোটে...
শুধু স্বাধীন ভাবে গোলাপ চিনতে হলে,
গন্ধটাও কি গোলাপিই হয় তাতে?
চোখ জোড়া দেখি শুধুই কালো ধোঁয়া
বেড়ায় উড়ে কালের উন্নমনে!


ভাবছি আমিই প্রাচীন, পুরনো পন্থী,
নতুন যা কিছু যথোপযুক্ত সবই...  
গাছের ডালে এমন সময় শুনি,
কোকিলের সুরে কাকেদের করতালি।  
স্বাধীন ভাবে তারাও কি নেই কাছে?
পাখা ঝাপ্টিয়ে আকাশে তাড়ায় মেঘ?
জীবন তাদেরও এক ক্যামিও ছবি...
তাই ভাবছি, সবই কাকতালীয় কি?