নীতি রাজ্যের রাজা ফুলের ওপর বসা, যেন ব্রহ্মা পিতামহ;
সকাল সন্ধ্যেবেলা তিন মুখে তিন কথা বলে চলেন অহরহ।
তিন মুখের তিন স্বপ্নে
তিনি থাকেন বড় যত্নে...
ভীত টলে গেলে আসন বেদীর নাভিমূলে, প্রতিবন্ধী পিতামহ!