৭)
কতদূরে যেতে হবে কেউই তা জানে না,  
নিশ্চয়ই করে কেউ কোনও কথা মানে না ,  
                            পথ কোথা হবে শেষ
                            জানে শুধু তার দেশ...  
                            পরিযায়ী বলে তার ঘরও কাছে আসে না।  


৮)
খাবার তো বাড়া আছে চটি-রুটি তিন খান...  
জীবন দিয়েছে তাকে এটুকুই অনুদান।  
                              চাও এর চেয়েও বেশী!
                              লাজে মরে প্রতিবেশী
                              সরকার, মুছে দেবে পরিযায়ী অভিধান।


৯)
অতর্কিতে সতর্কতা, সে নিয়ে তর্ক কোরো না।
মোদের কথা ভাবো যদি নিজেই ত্রাণ ভরো না!
                               মানুষ হওয়ার দাবি চেয়ে
                               খিদে মোদের জীবন ধেয়ে
                               উড়ছে দেখো চিতার শিখায়, তুচ্ছ তাকে কোরো না।