অগণিত ভাঙ্গে ঢেউ...
কোথা থেকে আসে?  
ওপার থেকে!
নদীর তীরে ঘাসের পাড়ে,
জানে কি কেউ?  
অগণিত ভাঙ্গে ঢেউ...
সাগর তীরে বালির পাড়ে।  
কোথা থেকে আসে?  
বহুদূর হতে?
জানে না তো কেউ!


হাওয়া শুধু জানে...  
বয়ে নিয়ে আসে
আকাশের ব্যাথা  
ঢেউয়ের বুকেতে,
বহুদূর থেকে।
ঘাসের পাড়ে,
বালির পাড়ে,
আলগোছেতে
রেখে দিয়ে যায়...  
যদি গোনে কেউ!


পেলে নিও খুঁজে
ঘাসের পাড়ে,
বালির পাড়ে,
একের পর এক
ঢেউয়ের গড়ে   ...
অনেকেই শুনি
বেলা অবেলায়,  
ব্যাথাদের সাথে
বসে নিরালায়...
গুনে চলে ঢেউ!