যতক্ষণ না পর্যন্ত সূর্যাস্ত আমায় ছুঁয়ে দেয়
ততক্ষণ ধরে ধূসর পাহাড়ে হেঁটে হেঁটে আমি ক্লান্ত,  
আমার হাত ধরে সন্ধ্যা নেমে আসে তাড়াতাড়ি...  
আগুনের নীচে আগুন ছায়া পথে
অন্ধকার গভীর থেকে গভীরতর হয়;
শতাব্দী পেরোনো উজ্জ্বলতায় নতমুখ
পাহাড়েরে পাপড়ি মাখা গোলাপি পৃথিবী নিশ্চুপে
আমার সীমারেখা, ক্ষত মাখা অন্ধকার তুলে ধরে
যতক্ষণ না পর্যন্ত আবার আগুন জ্বলে ওঠে...  
আত্মীয়তার জন্যে তারাদের সাথে।


মোম গলে যাওয়া সন্ধ্যা জমে থাকে ঘরের কোনে।
পোড়া গন্ধ শুধু উড়ে যায় ছুঁয়ে দিতে হাজার তারার রাত।


এখানে সূর্য অস্ত যায়, সন্ধ্যা নামতে থাকে...
নেমে এসে ছুঁয়ে যায় আমার কপাল,
আরও নীচে নেমে আসে শিশিরহীন ঘাসের ওপর
টানতে থাকে আমার পা ধরে আপসহীন...
কিন্তু ধূসর পাহাড়ে হেঁটে হেঁটে ক্লান্ত আমি;
আর আলোকক্ষেত্রে দ্বন্দ্বও কমছে আলোর সাথে,
দেখি পৃথিবীর দূর প্রান্তে নিভন্ত মোমের ধোঁয়া
ঘরের কোনা থেকে সোজা এক রামধনু এঁকে দেয়,
যতক্ষণ না পর্যন্ত আবার আগুন জ্বলে ওঠে...
আত্মীয়তার জন্যে তারাদের সাথে।


গলে যাওয়া মোমের গন্ধে যাওয়ার সময় ঘরের কোনে...
হঠাৎ দেখি সূর্যাস্ত এসে ছুঁয়ে দেয় হাত, হাজার তারার রাতে।