এখানে ঝোপের ধারে আঁধার নিবিড়,
সূর্যাস্তের রঙে ডাকাডাকি করে নীড়ে
ফিরে আসা ছায়ামাখা পাখিরা গভীর;

এই অন্ধ সাগর পেরিয়ে পৃথিবী আবার
জাহাজের পরিযায়ী নোঙরে অপেক্ষায়...
কখন দূরের তারার কাব্যে তাকে ভাসিয়ে নেবে জোয়ার!  


এসো বন্ধু, এই খানে বসি মুখোমুখি...  
রোদের ভিড়েতে পড়েনি যা কিছু চোখে,  
আঁধার সওয়ানো চোখের আলোর উঁকি
খুঁজে নিক সে অন্ধকারের মায়ায়  
ঝোপের আঁধারে নিবিড় জোনাক ঘুম,
স্বাচ্ছন্দ্যের অন্ধ অহং কায়ায়!


এসো বন্ধু, আজ মুখোমুখি বসি একসাথে..  
পরিযায়ী পৃথিবীর ভোরে যদি ছুঁতে চাও জোনাক ঘুমের ঝর্না,
দেখো আছে সেখানেই নীলবর্ণা অনন্ত অপেক্ষাতে।


যেখানে বানের মত ওই নীল নীল এক ঝর্ণা
ছুঁয়ে দেয় মুখ যুগান্তে রোজ ফসিল লেখা কাব্যে,
বুকেতে হাত রাখবে সেখানে আদরে, তুমি দেখবে নীলবর্ণা...