স্মৃতি গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে
নুড়ি পাথরের মত করে পড়ে;
আনাচে কানাচে
অযতনে সেজে,
যতদূরই যাই চলে পথের ধারে...
দূর থেকে বহু দূরে, তবু বহু কাছে।


ছোঁওয়া যায় আঙ্গুল ডগায়...  
মেলে ধরা হাতের চেটোয়
বাসা বাঁধে
চুপিসারে,
আলগোছে চুরি করা শিরাপথে,
বয়ে চলে মনেরই গোপন ঘরে।


কখনও বলে চলে কথা, শ্বাস নেয় অগোচরে...  
খুঁজে চলে মেঘমুখ ধোঁয়া মাখা চায়ের কাপে
মইদুল ও নিখিলেশ...
তারই রয়ে গেছে রেশ,
আজও প্রতিটি গাছই কথা বলে ব্যস্ত রাজপথে...
শুধু মনে পড়া হারানো গান হয়ে বাজে বেদনাতে।