যেমন করে সকাল হয় প্রতিদিন,
যেমন করে সূর্য ওঠে, কাক ডাকে,
বাজার বসে পাড়ার মোড়ে...  
তেমন করেই জাগি আমি।
মগ্ন ঘুমের স্বপন ছেড়ে,
সারাদিনের ক্লান্তি ঝেড়ে
হাতড়ে পাওয়া অবকাশে,
জাগতে জাগতে ঘুমোই আবার...  
তেমন করেই চাঁদ ওঠে স্বপ্নের চৌকাঠে।
তেমন করেই ঝিঁঝিঁ ডাকে ঝোপের ধারে।  


যেমন করে রাত্রি আসে নিত্য প্রতিদিন,  
যেমন করে তারা জ্বলে অন্ধ আকাশেতে,
প্যাঁচার ডাকে ধানের ক্ষেতে
চুরি হয়ে যায় স্বপ্ন সোনার;
গন্ধমাখা ধানের শিসে
সংসারী সে মেঠো ইঁদুর
খাদ্য আনে ঘরের মুখে,
শ্রমমূল্যে শান্তি কেনে সুখে...  
তেমন করেই নিত্যদিন জাগি ঘুমের থেকে,
তেমন করেই চাঁদ খুঁজে যাই স্বপ্নের চৌকাঠে।