এখানে শূন্যতা মেশে না কোনো পথে...  
সীমাহীন রাতের পরিধিতে
শুধু দুই দিকে হেঁটে যায় পথ... স্থির;
শূন্যের গতিবেগে।
তারারা বেড়ায় নেচে
নিশাচর বিবর্ণ হাওয়ার সাথে
মনমরা চাঁদের চারিধারে;
থমকে দাঁড়ায় হৃদস্পন্দন,
খোঁজে দিশা কৃষ্ণগহ্বরে!
আমার ঘড়ির কাঁটা দুটো শুধু
জেগে ঘুমের অপেক্ষায়;
বহু অতিক্রান্ত পথের শ্রান্তিতে,
মিটমিট করে কথা বলে চলে...
শূন্যের গতিবেগে।