ওরা হেঁটে যায়,
পিছু নেয় ওদের ছায়া...
এ শহরের বুকে
চাঁদ আলো জোছনায়;
ছায়ার তলে
ঝিঁঝিঁর ডাকে ধুলোর গন্ধে,
একলা হাওয়া বয়ে চলে,
আপন ছন্দে...  
রাত্রির হাত ধরে ওরা
হেঁটে চলে অবেলায়।
পথেই মেশে চাঁদের আলো,  
ধুলোর গন্ধে, ঝিঁঝিঁর ডাকে
ছায়ার কালো... হাওয়ার ছন্দে,  
আপন তালে, রাতের দ্বন্দ্বে
কোন অজানা অভিমুখে
ওরা হেঁটে চলে জোছনায়!  


পথও মেশে পথের সাথে,
পথের দু ধার চেয়েই থাকে ...
কেমন করে চাঁদের আলো
মিশছে ওদের গায়ে;  
হাত রাখে রাত রাতের হাতে,
পিছু নেওয়া ছায়ার সাথে,
ঝিঁঝিঁর ডাকে উড়িয়ে ধুলো
রাতের জোছনায়।
তবুও দু ধার মেলে না তো
পথের ধুলোয় ওদের মতো,  
হাঁটছে যারা একলা দুজন
চাঁদের শহরটায়; আর
পথের দু ধার বসেই থাকে
স্বপ্ন বোনা চাঁদের আলোয়
শহর ঘিরে দাঁড়িয়ে থাকা
রাতের অবেলায়।