মুঠো করে নয়...
খুলে রেখেছিলে হাত,
তখনই জোর হাওয়া বয়;
আর এমনই বরাত ...


বাঁধা খেলাঘর
ভেসে চলে যায়
দূর প্রান্তর,
চাপা ঝরনায়।
সারা মাঠ ভর
উপড়ানো ঘাস,
স্মৃতির জাবড়,
একা উপবাস...


মরা নদীখাত
হেঁটে পার হয়
ভীরু সংঘাত,
জয় করে ভয়।


ক্লান্তির শ্বাস
আশ্বাস দেয়
জীবনের নায়ে
ছুঁয়ে বিশ্বাস...
আগলে নিয়ে
আবার বুকেতে
তরণী ভাসিয়ে
ভালোবাসাতে।


আর এমনই বরাত ...
তখনই জোর হাওয়া বয়;
খুলে রেখেছিলে হাত,
মুঠো করে নয়...