এক বুক পাহাড়ের অন্তরালে...
উপবাসী ফুসফুস উপেক্ষায়,    
সাথে বঞ্চনায় সিক্ত লালে
হৃদয়পটও রয়েছে অপেক্ষায়...  
এ বড় বিসম সময়;
নিঃশ্বাসেরা থমকে গিয়ে
প্রশ্বাস গিলে খায়...
মাটির ব্যাবধানে
জমি ছোঁয়ার অছিলায়
দোলনার মত দুলে চলে ঘুম,
আর ছাঁটে ভেজে বৃষ্টি নিঝুম...  
অন্ধ মেঘের গুমোট প্রাসাদে
প্রতিধ্বনি ডেকে ফিরে যায়
সেজে স্তব্ধতা নিরাকার,
এক বুক পাহাড়ের অন্তরালে...