যেমন ধরো আগুন...
ভালো না কি খারাপ কেউ জানে না তা,
খারাপ বলে পুড়েছে যে;
তবে কেউ ভালোও তো বলে না।
সৃষ্টি যদি স্থায়ীই হবে
তবে প্রগতির কথা কেন,  
পুরনো যা কিছু জমে থাকা গেলে নতুন হবে জেনো।
সৃষ্টি যা কিছু ধ্বংসের পরে
কদর্য তার রূপ...
ইষ্ট মূর্তি বানাতেও জেনো কাদা ছোঁড়া হয় খুব!


আগুনে পুড়েই শক্ত সে রূপ  
ইষ্টের বিশ্বাস...
জোড় করা হাত আগলায় মনে
পবিত্র নিশ্বাস।
তবুও যদি আগুন জ্বলে
বিশ্বাস হাহাকারে,  
খুঁজে পাওয়া ভার কথা একখান...  
"নমোহস্তু বহ্নয়ে"।  
যেন সকল বিশ্ব সুদ্ধ হতেও
ভয়ে ও দ্বিধায় মরে!


তাহলে কিসের এত শুদ্ধতা,
বিশুদ্ধ সিদ্ধান্ত?
আগুন নেভাতে সূর্য জ্বালা...  
একি তবে গজদন্ত?
জাত্যাভিমান মানবজাতির চড়ে যাবে শূল দণ্ড!
সব ছেড়ে তাই শুদ্ধতা চাও
আগুন আঁকড়ে ধরো,  
পোড়ার কষ্ট নষ্ট না বলে
ইষ্ট জাপটে ধরো।  
আগুনপথের সাঁকো পার হয়ে নতুন আগুন জ্বালো।