সবাই বলে
পুজোর সময়
মা আসে নাকি ঘরে,  
আমার ঘরে
ছোট্ট দুটো
পায়ের ছাপও পড়ে।
দরজা দিয়ে
সোজা গিয়ে
ঠাকুর ঘরের মাঝে,  
চালের বাটার
আলপনাতে
মেয়ের মত সাজে।
অনেক দিনের
আগের কথা
বলছি শোনো সবাই,  
অষ্টমীরই
সে এক রাতে
অপেক্ষাতে সবাই...  
রয়েছে বসে
গাছের তলে
ধুনোর গন্ধ মাঝে,  
হঠাৎ করে
কে যেন এক
ডাকলো বুকের কাছে...  
সন্ধি পুজোয়
মায়ের চোখে
ছলছলানো জল;
চোখ জ্বালানি
ধুপের ধোঁয়ায়
কোলে আসার ছল!
কি আর করা
দুহাত ভরে
শূন্য এ বুক ভরা,  
তোমার উমা
শস্য ভরে
দিলো কোলে ধরা!
আজও দেখি
তেমনই দিন
পাঁজর ভরা সুখে,
জন্মদিন
ছোট্ট পায়ের,
আজও আমার বুকে।
ভালো থাকুক
তোমার উমা
লোকচক্ষুর মাঝে,  
আমার উমা
থাকুক শুধু
আমার বুকের খাঁজে।



******************************************************
আজ আমার মেয়ের শময়িতার (ঐশী) জন্মদিন...
২০০৩ সালের অষ্টমী তিথিতে তার ঘরে আসা...
দুর্গা অষ্টমীতে জন্ম তাই আমার ঠাকুমার অনুরোধে "ঐশী" নাম রাখা...


আশীর্বাদ করুন যেন সুস্থ থাকে জীবনভর... ভালো মানুষ হয় যেন।