শ্রীকান্ত,
তুমি ফিরে এসেছো?


ত্রিযামা পেড়িয়ে
শিকারি যৌতুকের ডালি হাতে খেলাঘরে,
সোনার হরিণ
বিঁধে দেওয়া পুষ্পধনু
অবাক পৃথিবীর চৌকাঠে রেখে, কুহকের বেশে?


আমার এখানে
উত্তরায়ণ ঘনিয়ে এসেছে,
রাজদ্রোহীর মত কখনও মেঘ
এখানে পিঞ্জরে অন্ধ অতীত জ্বেলে ধরে;
ব্রজবুলি গানে শ্রীকান্ত
তুমি পক্ষিরাজ ওরাও আজও...
তাই নষ্টনীড়ে নগর দর্পণে মায়ামৃগ
পরে থাকে শাক্ত গোধূলিতে,
আর বৃষ্টি নামে ইমন কল্যাণে।  
চেনা পৃথিবীতে চাওয়া পাওয়ারা রাজা সাজে...  
মোমের আলোর জতুগৃহে উত্তর মেঘ
ধরতে চায় হাত বাড়িয়ে
সোনা বনের মায়ার হরিণ!


এতদিন পরে
তুমি ফিরে এসেছো শ্রীকান্ত, নায়কের সাজে;
জানো নাকি গৃহদাহের পরে
সে কমললতা অপরিচিত মন নিয়ে
ছুঁয়ে গেছে বারেবার, জীবন মৃত্যু বিলম্বিত লয়ে...
খুঁজে চলে মন নিয়ে শুকশারি নিশিপদ্ম দুই পৃথিবীতে!


নিশীথে আলেয়ার পারে দাঁড়িয়ে অপেক্ষায়
ওরা, লালা ঝরে মুখে...
খেলাঘর ছেড়ে পুষ্পধনু হাতে
তুমি ফিরে এসেছো শ্রীকান্ত?
খুব ভয় করে...
কামনার সহযাত্রী ওরা...
ওরা থাকে ওধারে।