অলস জোছনায় মহুয়া গাছের ছায়ায় ঠেস দিয়ে
যে সাঁওতাল ছেলেটা বাঁশী বাজায়,
হাঁটুতে এক পায়ে ভর দিয়ে,
এক পায়ে দাঁড়িয়ে মাঠের মাঝখানে;
সে বসন্তের দিনের অবাক আনাগোনার রাখেনা হিসাব...  
সপ্তর্ষি মণ্ডলের সেও এক ঋষি।
বাজায় কখনও মাদল,
দ্যাখেনা ফিরে আকাশ পানে
কুয়াশা চাঁদের আলো ছেড়ে দিয়ে বসন্ত কবে আসে;
নিজেরই রচিত গানের সুরেই
বুঁদ হয়ে থেকে সে,
খুঁজে নেয় আপন মনের মাঝে
জোছনা বারেবার, কুয়াশা মোড়ান স্বপ্ন দেখবে বলে...