জলের শব্দে প্রশ্ন আর উত্তর ছাড়া কিছুই নেই এখানে।
একটা নদীর বাঁকে এসে দাঁড়িয়েছিলাম আমি।
নদীটা হাঁসের লেজের মতন চওড়া সেখানে,
আমার বিপরীতে বিশ্রামে সবুজ পাহাড়,
পাথরের মসৃণ সমতল পথচিহ্ন জলের ছায়ায় পেরিয়ে যাচ্ছে বাঁক
যেদিক থেকে এসেছি আমি সেদিকে,
সেটা ছিল পৃথিবীর শেষ প্রান্ত।


অনেক বছর কেটে গেছে মাঝখানে।
বহু শীতের দীর্ঘ রাত আর দীর্ঘ গ্রীষ্ম দুপুর পেরিয়ে
আরও একবার আমি গৃহহীন জঙ্গলে, আবছায়ামাখা বাসিন্দাদের খোঁজে
বন্য নির্জন দৃশ্যে দাঁড়িয়েছি এসে আকাশের নিরিবিলি ল্যান্ডস্কেপে,
যেখানে নদীটা হাঁসের লেজের মতন চওড়া,
আমার বিপরীতে বিশ্রামে সবুজ পাহাড় আজও একলা,  
সেখানে পাথরের মসৃণ সমতল পথচিহ্ন জলের ছায়ায় পেরিয়ে যাচ্ছে বাঁক
যেদিক থেকে এসেছিলাম আমি সেদিকেই,
পৃথিবীর শেষ প্রান্ত আজও ওখানেই।


এখানে আমি আজও তোমারই জন্যে ...
যতদিন না তুমি হেঁটে আসো এই পথ জলের শব্দে,
এক পৃথিবী পেরিয়ে আরেক পৃথিবী প্রান্তে।