পাহাড়ের ওপর মুক্ত সূর্যোদয় সুন্দর...  
আবার এক সূর্যাস্ত বন্দী সমুদ্র বক্ষে
আমার দ্যাখা মুখটা সুন্দর...


তখন ধীরে ধীরে
আমি দেখছি নিজেকে...  
বৃষ্টির একঘেয়েমির মতো
সমুদ্রের উন্মুক্ত ক্র্যাভাটে;
নীল আর লাল আগুন রঙের
বলয় বৃত্তের সীমানার ফাঁক দিয়ে
কাঁধে হাত রেখে ধূসর আকাশে।
দেখি, ছায়াপথে গচ্ছিত যা কিছু
সুন্দর, সব কিছু কেড়ে নিয়ে
ক্রমশ দূরে সরে সরে যায়...
আমার ধুসরতা থেকে,
ছুঁয়ে থাকা সে সুখ।


তখন এমনই উপত্যকায় উত্থিত
উজ্জ্বল, উষ্ণ, স্থির, নরম, সবুজ প্রান্তরে
বিশ্রামে মেশে দিনের আলো, উপসাগরীয় সমাধিতে।