আমার অপেক্ষায় দুটি রাস্তা
অনন্তকাল পথ চেয়ে বসে আছে,
যেখানে তারা লুকোয় বনের বাঁকে
আমি তাকিয়ে থাকি অনিমেষ সেই পানে।
কোথায় ভালো দাবিদাওয়া আবছা ছায়ার কোণে
বোঝার আগেই পথ সরে যায় দিন রাত্রির ভিড়ে,
প্রতি সকালেই দুটি রাস্তা হাতছানি দিয়ে ডাকে;
পথিকের পথ ডাকে আর পথের পথিক শোনে।


শুধু দীর্ঘশ্বাস পদক্ষেপে নিষ্পিষ্ট থাকে,
কার সে অভ্যর্থনার পছন্দে বা অস্বীকারে
ফাঁকা পরে থাকা রাস্তার নিভৃত কোন মায়াপথে  
পৃথিবীর ডান ও বাম হাত প্রসারিত হয়, কে জানে!
দূরের কিনারে শুধু পদচারনায় আমি...
থাকি অনিমেষে চেয়ে সেই পানে।