গ্রীষ্ম…
না হয় আরও একটি বার ডেকে ওঠো -
কালবৈশাখী আসুক
এই বাগানে আম কাঁঠালের ডালে,
তাল গাছেদের মাথার ওপর দিয়ে
তোমায় নিয়ে যাব উড়ে কালো মেঘের ফাঁকে।          


বর্ষা…
না হয় আরও একটি বার ফিরে তাকাও -
যুঁইয়ের গন্ধ ফুটুক
খোলা অলিন্দের ধারে,
সার বাঁধা সব টব গুলোতে,
রানির মত বসাব তোমায় গুলমোহরের ডালে।

শরৎ…
না হয় আরও একটি বার হাতটা ধরো -
ঢাকের বাদ্য বাজুক
জোনাক জ্বলা পদ্মদিঘীর ঘাটে, কাশের বনে
লালপেড়ে শাড়ী, আলতা সিঁদুর
দেব কুলো ভরে।


হেমন্ত…
না হয় আরও একটি বার বসো পাশে -
মাটি আবার সাজলে সোনায়
গোলা ভরলে ধানে, লক্ষ্মী প্যাঁচার গানে
রাখব তোমায় বুকের মাঝে
নবান্নেরই রাতে।

শীত…
না হয় আরও একটি বার সাথে চলো -
বন মুরগির ডাকে
ভোর যেন হয় তুলসিতলায়,
তোমায় পিটুনিয়ার গন্ধে রঙে
সাজাব যতনে।


বসন্ত…
না হয় আরও একটি বার কাছে এসো -
যখননতুন পাতা ধরবে আবার,
পলাশ রঙে দুহাত মেখে
পালের নৌকো বুনবে স্বপ্ন
ভাসবে খোয়াই জলে।