রাত কে রাত বলে জেনেছি বলেই কি
দিন কে দিন বলতে হবে?
দিনের আলোতেও তো কত
রাত লুকানো আছে।


পুণ্যকে কে পুণ্য বলে মেনেছি বলেই কি
পাপকে পায়ে নামাতে হবে?
পুণ্যের সিংহাসনেও তো কত
পাপের ইট গাঁথা আছে।


হাত ছেড়ে দেওয়া যদি
বিশ্বাস ভাঙ্গার স্বরলিপি হয়, তবে
হাত ধরার জন্যে বিচ্ছেদের
অঙ্গীকারের ভাষা কি হবে?


জল কে জীবন যদি বলি তবে
জলে ডুবে মরণের নাম কি হবে?
আলোর পরে আঁধার যদি আসে
তবে আলোর আগেও আঁধার কেন নামে?


যদি বহু প্রশ্নের
উত্তরই না থাকে,
তবে উত্তর খোঁজার
প্রশ্ন কেন থাকে?