সে চলে গেছে
আসবে না আর;
বলে গেছে, ভুলে যেতে।
বলে গেছে ভুলে যেতে
আসবে না আর...
সে চলে গেছে!


একা সে বসে
যমুনার তীরে,
শ্যাম ছাড়া বাঁশী সুরে
কান পাতা দায়...  
হায়রে কানাই
মন নিয়ে গেছে দূরে!


মানে না তো রাই
আজও একা সে,
থাকবে কালও একা...  
কি করে বোঝাই,
বলো কার দোষে
যমুনার জল দেখা!


যে চলে গেছে
ফিরবে না আর,
কাজল চোখের জলে...  
তাই আলগোছে
মেঘের পাহাড়,
যমুনায় কথা বলে!


দুঃখ ভালো;
কালোর কালো
কান্না সুখের আলো...  
কাল যমুনা,
ঢেউয়ের দোলায়
কৃষ্ণ রাইয়ে ঢালো!