কে যেন গেছিলো ডেকে,
আর পড়ে না তো মনে আজ...
রাধাচূড়ার চোখে
আজও, কাজল কালো সাজ।
মনের কুঠুরি মাঝে
জ্বলে ময়ূর আলোর লাজ;
তবু ব্যাথার আঙ্গিনাতে
আজও, কৃষ্ণচূড়ার তাজ!


মাথার ওপর ডাকে
হলুদ কদম ফুলের সাজ,
কদম শাখের নীচে
কালো কৃষ্ণ ছায়া আজ;
হারায় বাঁশীর বাঁকে
যত রাইয়ের সকল কাজ...  
কৃষ্ণ অভিমানে
রাধার রাধা হারায় আজ!