না! আর দেরি করে লাভ নেই...  
দ্রুত পা চালানোই ভালো,
জানি এখানে সন্ধ্যে হলেই
আলেয়ায় জ্বালে আলো।
জাগে সামনে অনেক পথ
ডোমেদের হট্টগোলে,
তার বাঁকেতে অশ্বত্থ, বট...
সবই ভুতুড়ে ছায়ার দলে।


এখন সূর্যেরও খুব তাড়া...
রবিবারও দেয় ডুব,
উদয়ের পথ কারা
যেন আঁটকে রাখছে খুব।
দ্রুত পা চালানোই ভালো,
বাজছে কাঁসর ঘণ্টা...
আলেয়া জ্বালবে আলো
বুঝি মহেন্দ্র এ ক্ষণটা।


পথের ধারের ঝিলে
ফুটেছে আগুন পদ্ম,
সমবেত হরি বোলে
এখানে সময় হয়েছে জব্দ।
ঠুলি পরে নিয়ে চোখে,
পথটা পেরোনো ভীষণ দরকার
সোম থেকে শনির ভোগে...
নইলে আলেয়ায় জ্বলে ছারখার।