নীললোহিত কি পদ্ম কোনও
নাকি সে নীল রক্ত?
গ্রিলের মাঠে ঘুরছি মরে
সবাই সে বিষভক্ত।      


বিষের আমি বিষের তুমি
বিষেতে নীলকণ্ঠ-
বাষ্পমনের বধ্যভূমি-
ধর্ম তিনি নন তো।


ধর্ম সেই
যা ধারণ করে
হঠাৎ নীরার জন্য;
কান্না সেই
তো সুনীল সাগর,
নীরা সবার জন্য।


কি আসে যায়,
সময় কোথায়
এতো কথা জানার?
আকাশ ভরা
তারার মাঝে
ক' খানি বা আমার!


কেউ কি
ধরা চায় দিতে? নাকি
কেউ ধরা দেয় নিজে!
তাই ছায়াপথের
মোড়ের বাঁকে
ঘুরে মরাই মিছে।


অনেক কথাই
আগলে রাখা
সনাতনের তরে,
খুঁজেই বলছি,
পাইনি তাকে
শ্যামবাজারের মোড়ে।


একটি কথা ডাকেই দিলাম
সুনীল, পেলে বোলো,
চৈত্র বেলায় নীল রঙা খাম
নীরার হাতেই খুলো।


তোমাকে আর পেলাম কোথায়;
নীরাই আমার তুমি, আর
তুমিই আছো সবার নীরায় -
আমার সুনীলভূমি।