দুটি পাখনায় আকাশ মেখে গায়ে,  
দূর সে দ্বীপের ঘন জঙ্গল ছায়,  
রোদ রঙা সে বালির আঙিনায়  
প্রিয়া মোর যেথা রয়েছে অপেক্ষায়,  
ঢেউ যেখানে দোলে সাগর নীল,
যাব উড়ে ভালোবেসে সেথা হয়ে শঙ্খচিল।


শিকারি ঠোঁটে জীবিকার সন্ধানে
আর ঠোঁটের শিকারে রচিত তোমার গানে,  
বাঁধতে নীড় অবিচল সেই সুরে
রাখতাম শির তোমার অন্তঃপুরে ,
বাসরের গান গাইবো দুজন মিলে
মেঘের পাশে অনন্ত সে নীলে।


সাক্ষী হয়ে গ্রহ তারা সব যবে
জ্বলবে আকাশে স্থির হয়ে নিশ্চয়ে,
আশার ঘরে স্বপ্নের সুর দিয়ে,
গাঙের ধারের ঘেঁটুফুল বীজ নিয়ে
হাতে হাত রেখে মেঘের দেশের শেষে
অভিষেক হবে বর ও বধূর বেশে।


এদিনের তরে এখনও যদিও তুমি
বেড়াও ঘুরে নীল সে স্বপ্নভুমি,  
গাঙের পারে ছেড়ে তালের বাসা,  
পারতে ছুঁতে তোমার ভালোবাসা
পারি খুলে দিতে আমার মনের খিল,  
যদি চাও হতে নীলে একটা শঙ্খচিল।