এখানে রাত্রি খুব কাছাকাছি।
এক এক করে সবার সাথে আমিও চলে যাচ্ছি।
দিনটি বড়ই শীর্ণ, দীর্ণ ও রিক্ত...
এখানে পাখিরাও উড়ে গেছে সব,
যত ফসল বোনা হয়েছিলো
কাটা হয়ে গেছে সব;
এখানে হাসি কান্না ধরা দেয় না কিছুই।
গভীর ও অন্ধকার এক দেশে
নিরর্থক বিকৃত অহংকার ছেড়ে
এ এক লক্ষ্যহীন পথচলা।
এখানে শীতল কোনওস্থানে
শ্রমের শেষ সন্ধানে আমি এক পৌরুষ,
ভয় ও লালসা থেকে
ভালবাসা কেড়ে নিয়ে  
অন্যায়ে মিল খেতে চাই যেন;
আমার ছেঁড়া হাতে পৃথিবীতে প্রার্থনা সাজাই...
আর জীবন অসুস্থ হৃদয়ে
সব কিছুই ধূলিকণায় মিশিয়ে দেয় যেন!