তোমায় দেখতে পাই না বলে
ভয় করি না আমি।  
খেলছো আমার সাথে
লুকিয়ে ওপর থেকেই;  
দেখছি, ভয় তো পাচ্ছ তুমিই!


তুমি  দান চেলে যাও
আড়াল থেকেই তোমার খেলাঘরে,  
নিয়ম টিয়ম সবই তোমার...  
খেলতে হবে আমায়,
তোমার আইন কানুন মেনে।  


বাজি রাখার খেলায় জানি
হারতে আমায় হবেই;  
জানি জেতার খেলার চালে,  
তুমি নিত্য অভিমানী।


আর জিতেই যদি যাই গো আমি...
তবে আমার হবে তুমি,  
(আমি) হারি যদি তোমার কাছে...
তবে তোমার হব আমি।  


সাহস থাকলে নেমো নীচে
খেলতে আমার সাথে,  
নিয়ম কানুন সমান হবে
নিয়মও পাবে সমান জেতার সাথে।